কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছিল নানা রকমের শখ । ফুটবল যেমন তার ধ্যান-জ্ঞান ছিল তেমনি নানা ধরনের গাড়ি সংগ্রহেরও নেশা ছিল এই ফুটবল তারকার। তার সংগ্রহে স্থান পেয়েছিল স্পোটর্স কার থেকে শুরু করে অনেক দামি দামি গাড়ি। সে রকমই এক মূল্যবান গাড়ির নিলাম হতে চলেছে।