আরমান মাহী, বিনোদন ডেস্কঃ ঈষিকার সাথে জিলানীর চরম সত্য ফাঁস এর পর এবার নওশাবার সাথে সম্পর্কের টানাপোড়েনের গল্প আপাতত থাক আসছে আজ রাত ৯টা ৩০মিনিটে।
দর্শক শ্রোতাদের জন্য নিয়মিত গান এবং নতুন নতুন নাটক নির্মান করে চলেছে জনপ্রিয় প্রোডাকশন হাউজ স্প্ল্যাশ। এরই ধারাবাহিকতায় স্প্ল্যাশ আজ ২৮ জানুয়ারি ২০২১ এ নতুন বছরের দ্বিতীয় উপহার হিসেবে দর্শকদের জন্য প্রকাশিত করতে যাচ্ছে নাটক “আপাতত থাক”।
নাটকটির প্রেক্ষাপট নিয়ে জানতে চাইলে প্রযোজক নিউজবিটোয়েন্টিফোর কে জানান, বর্তমান সময়ের বৈবাহিক সম্পর্ক গুলোতে যে টানাপোড়েন, ঈর্ষা, ব্যাভিচার কাজ করে কিংবা অতি মর্ডানাইজেশনের ফলে সম্পর্কের মুল ভিত্তিতেই যে নাড়া পড়ে যায় তার দৃশ্যায়ন হয়েছে আপাতত থাক নাটকটিতে। তিনি আশাবাদী গল্পটির মাধ্যমে দাম্পত্য জীবনের জন্য বেশ কিছু সুন্দর বার্তা পাবেন দর্শকরা।
এতে অভিনয় করেছেন আরেফিন জিলানী, কাজী নওশাবা ও শিশু শিল্পী ঝিলিক জান্নাত। আপাতত থাক এর চিত্রনাট্য লিখেছেন আরেফিন জিলানী ও পরিচালনা করেছেন তাসফিক হোসাইন , নির্বাহী প্রযোজক ছিলেন আরাফিন জিলানী।
নাটকটি প্রচার করা হবে আজ রাত ৯টা ৩০মিনিটে, স্প্ল্যাশ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।
বিশেষ কৃতজ্ঞতায় স্প্ল্যাশ এর দুই কর্নধার নুদরাত তাহসিন এবং জুয়েল আহমেদ তালুকদার।