ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট, পঞ্চগড়ঃ
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় বন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেন।
তবে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেসন সূত্রে জানা গেছে।
সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের ফুলবাড়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।