স্পোর্টস নিউজ ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে মা শিরিন রেজাকে নিয়ে রোববার (০৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। যথাযথ করোনাবিধি মেনে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। কিন্তু তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ। জানাজা-দাফনসহ শেষকৃত্যের কার্যক্রমে অংশ নেন সাকিব।
প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর আজ (রোববার) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তারও।
দেশে আসার আগেই অবশ্য নিজের ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার সাকিব নিজেই জানিয়েছেন এ খবর।
আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। আর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।