বিনোদনঢালিউড চোখ ধাঁধানো সাজে অপু বিশ্বাসের মহাষষ্ঠী’র শুভেচ্ছা October 22, 2020 15 কালচারাল ডেস্কঃ আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার আগমন ধ্বনি এখন আরও স্পষ্ট। চারপাশে ঢাক আর আনন্দের ডাক পড়েছে যেন। উল্লাসে যোগ দিচ্ছে খুকি থেকে বুড়ি সবাই। যোগ দিয়েছেন অপু বিশ্বাসও। পুজোর সব রঙ নিয়েই যেন নিজেকে সাজিয়েছেন তিনি।