অনলাইন ডেস্ক রিপোর্ট:
এ বছর বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম ফিলআপের আংশিক ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষা বাতিল করায় শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব খাতের টাকা খরচ হয়নি, তা ফেরত দেওয়া হবে।
এইচএসসির ফরম ফিলআপের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে আড়াই হাজার টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৯৪০ টাকা ফি ধরা হয়।
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এর কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।