স্পোর্টস নিউজ ডেস্কঃ
মিসবাহ-উল-হক। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সফল ব্যাটসম্যান এবং বর্তমান নির্বাচক। তবে বর্তমান অবস্থানও বুঝি আর থাকছে না। বুধবার (১৪ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
Misbah-ul-Haq steps down from chief selector’s role to focus on coaching. Media release to follow.
— PCB Media (@TheRealPCBMedia) October 14, 2020
Watch Press Conference Live: https://t.co/DumsssxW3F pic.twitter.com/pigbjVZacv
মিসবাহ পাকিস্তান দলের বড় দুই দায়িত্ব একসঙ্গে পালন করছিলেন। হেড কোচের সঙ্গে তিনি প্রধান নির্বাচকও। তবে তাকে এত বড় দু’টি দায়িত্ব একসঙ্গে দেয়ায় সমালোচনা ছিল শুরু থেকেই। সাবেক কয়েকজন খেলোয়াড় পিসিবিকে এজন্য দোষারূপ করে আসছিলেন।
এর সঙ্গে মিসবাহর ওপর বাড়তি কাজের চাপ তো আছেই। অবশেষে প্রধান নির্বাচকের পদ ছাড়ারই সিদ্ধান্ত নিলেন মিসবাহ। তবে দলের হেড কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।