জন্মঃ ১ নভেম্বর ১৯৮৭
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
বাসস্থানঃ হায়দারাবাদ, অন্ধ্র প্রদেশ, ভারত
জাতীয়তাঃ ভারতীয়
অন্য নামঃ ইল্লু
পেশাঃ অভিনেত্রী, মডেল
কার্যকালঃ ২০০৬ – বর্তমান
ইলিয়েনা ডি ক্রুজ বলিউড অভিনেত্রী যার ক্যারিয়ারের ৯০ শতাংশ ছবিই সুপারহিট, নয়তো ব্লকবাস্টার হিট হয়েছে। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র দেবাদাসু এ অভিনয়ের জন্য তিনি ২০০৬ সালের সেরা নবাগত মহিলা বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। পোকিরি (২০০৬), কিক (২০০৮) এবং জুলায়ি (২০১২) চলচ্চিত্রে তার উপস্থিতি দেখা যায়।
জন্ম ও শিক্ষাজীবনঃ
ডি ক্রুজ ভারতের গোয়া নগরীতে জন্ম গ্রহণ করলেও তাঁর শৈশব মুম্বাই ও গোয়া উভয় শহরেই কেটেছে। তাঁর নামকরণ করা হয়েছে গ্রিক মিথোলজি থেকে, যার অর্থ ট্রয়ের হেলেন। ডি ক্রুজের বাবা রোনাল্ডো ডি ক্রজ এবং মা সামিরা ডি ক্রুজ। ইলিয়ানা ডি ক্রুজের মাতৃভাষা কনকানি।
পুরস্কার ও সম্মাননাঃ
২০০৬ সালে প্রথম তেলেগু ছবি দেভাদাসুতে অভিনয় করে এ পুরস্কার জিতে নিয়েছিলেন ইলিয়েনা। এরপর আরও ১৫টি তেলেগু, দুটি তামিল ও একটি কানাড়া ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা পুঁজি করে ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবি বরফিতে বাঙালি বধূ শ্রুতি ঘোষের চরিত্রে অভিনয় করেন ইলিয়েনা। জি সিনে অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছিলেন, কিন্তু স্ক্রিন, ফিল্ম ফেয়ার সবই একা পেয়েছেন ইলিয়েনা। ক্রুজ ২০০৫ সালেও ফিল্ম ফেয়ার থেকে শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন দক্ষিণী ছবির জন্য।