Hacksaw Ridge – যুদ্ধে ‘মেডেল অফ অনার’ পাওয়ার গল্প

23
Print Friendly, PDF & Email

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটিতে ডেসমন্ড ডস চরিত্রে অভিনয় করেন এন্ড্রিউ গারফিল্ড। ২০১৬ সালের বেস্ট পিকচার,বেস্ট ডিরেক্টর, বেস্ট মিউজিক এডিটি,বেস্ট সাউন্ড, বেস্ট এক্টর সব মিলিয়ে ৬টি নমিনেশন পায়।

হ্যাকস’ রিজ মুভিটি পরিচালনা করেছেন মেল গিবসন। এত সুন্দর একটা গল্পের লেখক ছিলেন টেরি বেনিডিক্ট। ২০১৬ সালে হ্যাকস’ রিজ মুক্তি পায় । ইন্টারনেট মুভি ডাটাবেজে এখন পর্যন্ত ৩,৭৮,০৯৮ টি ভোটের মাধ্যেমে ৮.১ রেটিং প্রাপ্ত হয়েছে মুভিটি। ৪০ মিলিয়ন বাজেটের হ্যাকস’ রিজ মুভিটি বক্স অফিসে ১৭৫.৩ মিলিয়ন আয় করে।

  • মুভির নামঃ হ্যাকস’ রিজ
  • পরিচালকঃ মেল গিবসন
  • গল্পের লেখকঃ টেরি বেনিডিক্ট
  • মুভির ধরণঃ ড্রামা, বায়োগ্রাফি, হিষ্ট্রি
  • ভাষাঃ ইংরেজি
  • মুক্তির তারিখঃ ৪ নভেম্বর ২০১৬
  • আইএমডিবি রেটিংঃ ৮.১/১০
  • রান টাইমঃ ১৩৯ মিনিট

প্রতিটি যুদ্ধে আমরা দেখি সৈনিকদের সাহসিকতার সাথে যুদ্ধ করতে কিন্তু এখানে ডেসমন্ড এর চরিত্রটা ভিন্ন তিনি যুদ্ধ করতে আসে নি, সে এসেছে বাচাতে, নিজের আত্নরক্ষার জন্যও কোন ওয়েপন নিতে অনিচ্ছুক তিনি। এতে রয়েছে কিছু অসাধারণ মোমেন্ট।


“Please Lord Help Me get One More” লাইনটি শোনার সময় চোখ দিয়ে পানি চলে আসবে। এন্ড্রিঊ গারফিল্ড এর অভিনয় ছিল দেখার মত। মুভিটি শেষ করার পরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে মনে।