সিনিয়র করসপন্ডেন্ট, ঢাকাঃ
ঢাকা সিটি নির্বাচনে মাঠ বিএনপির পক্ষে থাকলেও, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর ফার্মগেইট এলাকায় নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেছেন, উত্তরে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। হামলা ও বাধার কারণে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে, বিএনপির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, যতই মামলা হামলা আসুক, তা মোকাবেলা করে মাঠে থাকবেন তিনি।
অন্যদিকে, রাজধানীর তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণ চালিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচিত হলে, ঢাকাকে যানজট ও জলাবদ্ধতামুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রচারণার সময় যাতে জনদূর্ভোগ না হয়, সেদিকে সজাগ থাকতে সমর্থকদের প্রতি আহবান জানান তিনি।