সিনিয়র করসপন্ডেন্ট, ঢাকা:
বিএনপি যতই ষড়যন্ত্র করুক, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন ছাড়া বর্তমান সরকারের পতন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরও জানান, অবৈধ ডিস বা ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যম কর্মী আইনের কিছু সংশোধনী দরকার ছিল সেগুলো করা হয়েছে, সাংবাদিক ভাইবোনদের দাবি অনুযায়ী। সেগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফাইনাল করা হয়েছে। ফাইনালাইজ করার পর আবার একটু ভেটিং লাগে। আগে যদিও একবার ভেটিং করা হয়েছে, কিন্তু এরপর আবার যেহেতু সংশোধন হয়েছে সেহেতু ভেটিং লাগে। সে জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে আসা মাত্র সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে।