স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
কোলকাতায় চলছে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ক্রিকেটার নিলাম। যেখানে নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩৩২ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন কেবল বাংলাদেশি। মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্পিনার সেট ১ঃ
পীযুষ চাওলা- ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। তাকে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
ইশ সোধি- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
অ্যাডাম জাম্পা- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ রুপি।
হেইডেন ওয়ালশ- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
জহির খান- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
ফাস্ট বোলার সেট ১ঃ
মোহিত শর্মা- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
ডেল স্টেইন- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
জয়দেব উনাদকাট- ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। ৩ কোটি রুপিতে আকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
অ্যান্ড্রু টাই- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।
নাথান কোল্টার-নিল- ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। ৮ কোটি রুপিতে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
টিম সাউদি- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।
শেলডন কটরেল- ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। ৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
উইকেটরক্ষক সেট ১ঃ
অ্যালেক্স ক্যারি- ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি। ২ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
হেইনরিখ ক্লাসেন- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
মুশফিকুর রহিম- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
নামান ওঝা- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
কুশল পেরেরা- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
শাই হোপ- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
অলরাউন্ডার সেট ১ঃ
গ্লেন ম্যাক্সওয়েল- ভিত্তি মূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
ক্রিস ওকস- ভিত্তি মূল্য ১ কোটি ৫০ লাখ। ভিত্তি মূল্যেই তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
ইউসুফ পাঠান- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।
কলিন ডি গ্র্যান্ডহোম- অবিক্রীত। ইত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
প্যাট কামিন্স- ভিত্তি মূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। তাকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয় কোলকাতা নাইট রাইডার্স।
স্যাম কারেন- ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। ৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস।
ক্রিস মরিস- ভিত্তি মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। ১০ কোটি রুপিতে তাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
স্টুয়ার্ট বিনি- অবিক্রীত। ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
ব্যাটসম্যান সেট ১ঃ
ক্রিস লীন- ভিত্তি মূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। আগ্রহ প্রকাশ করে কেবল মুম্বাই ইন্ডিয়ান্স। ২ কোটি ভারতীয় রুপিতে তাকে দলে টেনে নেয় তারা।
এউইন মরগান- ৫ কোটি ২৫ লাখ রুপিতে মরগানকে কিনে নেয় কোলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি।
রবিন উথাপ্পা- উথাপ্পার ভিত্তি মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। ৩ কোটি রুপিতে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।
হনুমা বিহারি- নিলামে প্রথম অবিক্রীত ক্রিকেটার হলেন হনুমা বিহারি। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
চেতেশ্বর পুজারা- অবিক্রিত। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
জেসন রয়- ভিত্তি মূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে জেসন রয়কে কিনলো দিল্লি ক্যাপিটালস।
অ্যারন ফিঞ্চ- ১ কোটি ভিত্তি মূল্য ছিল অজি দলপত অ্যারন ফিঞ্চের। তাকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিলামের আগে ৮ দলের স্কোয়াড-
চেন্নাই সুপার কিংস (মোট ২০, ওভারসিজ ৬)- আম্বাতি রাইডু, আসিফ কেএম, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, হরভজন সিং, ইমরান তাহির, জগদিশান নারায়ন, কারান শর্মা, কেদার জাদব, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, মোনু সিং, মাহেন্দ্র সিং ধোনি, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গাইকোয়াড, শেন ওয়াটসন, শারদুল ঠাকুর ও সুরেশ রায়না।
দিল্লি ক্যাপিটালস (মোট ১৪, ওভারসিজ ৩)- আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, হারশাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, রিশাব পান্ট, সন্দ্বীপ লামিছানে, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার।
কিংস ইলেভেন পাঞ্জাব (মোট ১৬, ওভারসিজ ৪)- আর্শদ্বীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হারদুস ভিজলিওন, হারপ্রীত ব্রার, জগদীশা সুচিত, করুন নায়ার, লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান ও সরফরাজ খান।
কোলকাতা নাইট রাইডার্স (মোট ১৪, ওভারসিজ ৪)- আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রদীশ কৃষ্ণা, রিংকু সিং, সন্দ্বীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুবমান গিল, সিদ্ধেশ লাড ও সুনীল নারাইন।
মুম্বাই ইন্ডিয়ান্স (মোট ১৮, ওভারসিজ ৬)- আদিত্য তারে, অমলপ্রিত সিং, অনুকুল রয়, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, জাসপ্রীত বুমরাহ, জয়ন্ত ইয়াদব, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, কুইন্টন ডি কক, রাহুল চাহার, রোহিত শর্মা, শেরফানে রাদারফোর্ড, সুরিয়া কুমার যাদব ও ট্রেন্ট বোল্ট।
রাজস্থান রয়্যালস (মোট ১৪, ওভারসিজ ৪)- অঙ্কিত সিং রাজপুত, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, মহিপাল লমরোর, মানান বোহরা, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, সাঞ্জু স্যামসন, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, স্টিভ স্মিথ ও বরুন অরুণ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (মোট ১৩, ওভারসিজ ২)- এবি ডি ভিলিয়ার্স, দেভদূত পাডিক্কাল, গুরকিরাত সিং, মইন আলি, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি, পার্থিব প্যাটেল, পাওয়ান নেগি, শিভাম দুবে, উমেশ যাদব, ভিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দ্রাবাদ (মোট ১৮, ওভারসিজ ৬)- অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামস, মনীশ পান্ডে, মোহাম্মদ নবি, রাশিদ খান, সন্দ্বীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাটস গোস্বামী, সিদ্ধার্থ কল, সৈয়দ খলিল আহমেদ, নটরঞ্জন, বিজয় শঙ্কর ও ঋদ্ধিমান সাহা।